পরিমাপ পদ্ধতি

Show Important Question


21) নীচের কোটি ভেক্টর রাশি?
A) ভরবেগ
B) উষ্ণতা
C) শক্তি
D) কোনোটিই নয়

22) ‘প্রমাণ মিটার’ ধাতু দণ্ডটি রাখা আছে যে উষ্ণতায়
A) 0°C
B) 4°C
C) 1°C
D) 2°C

23) বেগের একক হল—
A) দৈর্ঘ্য x প্রস্থ
B) সরণ/সময়
C) কেলভিন
D) সেলসিয়াস

24) C.G.S. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল
A) মিটার
B) মিলিমিটার
C) সেন্টিমিটার
D) ডেকামিটার

25) SI পদ্ধতিতে সময়ের একক হল—
A) ঘন্টা
B) মিনিট
C) সেকেন্ড
D) কোনোটিই নয়

26) F.P.S. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী ?
A) মিটার
B) সেমি
C) ফুট
D) ইঞ্চি

27) কোন রাশির পরিমাপ হল—
A) রাশিটির সাংখ্যমান x রাশিটির একক
B) রাশিটির একক
C) রাশিটির সাংখ্যমান
D) রাশিটির সাংখ্যমান/রাশিটির একক

28) যে সব ভৌত রাশির একক, এক বা একাধিক মূল একক থেকে গঠন করা যায়, তাদের বলে—
A) মূলক একক
B) লন্ধ একক
C) উভয়েই
D) কোনোটিই নয়

29) নীচের কোটি লব্ধ একক নয়?
A) উষ্ণতা
B) বেগের একক
C) ত্বরণের একক
D) ভরবেগের একক

30) SI পদ্ধতি হল—
A) C.G.S. পদ্ধতি
B) M.K.S পদ্ধতি
C) F.P.S. পদ্ধতি
D) কোনোটিই নয়

31) SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল
A) কিলোমিটার
B) মিটার
C) সেন্টিমিটার
D) ফুট

32) F.P.S. পদ্ধতিতে ভরের একক কী?
A) গ্রাম
B) কেজি
C) পাউন্ড
D) পাউন্ডাল

33) C.G.S. পদ্ধতিতে কার্যের একক হল
A) আর্গ
B) জুল
C) ডাইন
D) নিউটন

34) স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয়—
A) ভর
B) ওজন
C) দৈর্ঘ্য
D) ঘনত্ব

35) ভার্ণিয়ার স্কেল দিয়ে মাপা হয়—
A) ভর
B) দৈর্ঘ্য
C) ঘনত্ব
D) স্কেল

36) সাধারণ তুলা দিয়ে বস্তুর কী মাপা হয়?
A) ভর
B) ভার
C) আয়তন
D) কোনোটিই নয়

37) ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত থাকে—
A) 5:2:1:2
B) 5:2:2:1
C) 5:3:2:1
D) 3:2:2:1

38) তড়িৎ প্রবাহের একক হল
A) কিলোগ্রাম
B) কেলভিন
C) অ্যাম্পিয়ার
D) কুলম্ব

39) SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক হল—
A) অ্যাম্পিয়ার (A)
B) কুলম্ব (C)
C) ভোল্ট (V)
D) ওহম (Ω)

40) 1 জুল =
A) 1 নিউটন মিটার
B) 1 কিলোগ্রাম মিটার2 /সেকেণ্ড2
C) (a) অথবা (b)
D) কেবলমাত্র (a)